• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ফকিরহাট বেতাগায় জনপ্রতিনিধিদের সাথে পারস্পারিক শিখন কর্মশালা

  • ''
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০২৩

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় নারী ও শিশুদের মৌলিক সেবা সমূহ প্রদানের সাথে সম্পর্কিত স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের দক্ষতা, উন্নয়ন ও দেশের বিভিন্ন অংশে বাস্তবায়নাধিন ভাল উদাহনের সমূহের সাথে পরিচয় করানো এবং তা নিজ এলাকায় বাস্তবায়নে উদব্ধ করা বিষয়ক পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেতাগা লোক সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মুল্যায়ন বিভাগের এমইডি প্রকল্পের উপ-পরিচালক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন। আগত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন বেতাগার অর্জন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া এদিন বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন করেন ইউনিসেফের একটি প্রতিনিধিদল। পরিদর্শন শেষে প্রতিনিধিদল গাছের চারা রোপন করেন। অপরদিকে একই দিন সকালে বেতাগার বিভিন্ন কৃষি ক্ষেত পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads